খোলা বাজার২৪, শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬ : বলিউডের এ সময়ের অন্যতম অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। যুক্তরাজ্যে বেড়ে উঠা এই অভিনেত্রী নাকি চলচ্চিত্রে অভিনয় করার আগে নাচ কিংবা গান কোনটার প্রতি বিন্দুমাত্র ঝোঁক ছিল না। সম্প্রতি এমনটাই জানিয়েছেন নায়িকা।
১৮ তম মামি মুম্বাই ফিল্ম ফেস্টিভালে এক আলোচনার সময় তিনি বলেন, ‘ছোটবেলায় গান তো নয়ই, নাচের প্রতিও বিন্দুমাত্র ঝোঁক ছিল না। কিন্তু সিনেমা জগতে প্রবেশ করতে গিয়ে নাচ-গান শিখতে শুরু করি।’
নায়িকা বলেন, ‘অভিনয়ে আসার আগে আমি কল্পনার জগতে ছিলাম। তখন আমি রোমান্স, প্রেম ও সুন্দর জীবনে অভ্যস্ত ছিলাম। পরে নাচের প্রতিও আগ্রহী হলাম।’
‘এক থা টাইগার’-ছবির এ নায়িকা মনে করেন, মানুষের গ্ল্যামার তার ভেতর থেকে আসে। তার দাবি, গ্ল্যামার নয়, চরিত্রের আবেগটাকেই বড় করে দেখেন তিনি।
ক্যাটরিনা চলচ্চিত্রে আবেগ প্রদর্শনের দিক থেকে পশ্চিমা সংস্কৃতির চেয়ে ভারতীয় চলচ্চিত্র জগতকে আলাদা বলে মনে করেন। তার মতে, পশ্চিমা সংস্কৃতির কোন কোন ক্ষেত্রে পুরুষদের আবেগ প্রদর্শনে সীমাবদ্ধতা থাকলেও ভারতের পরিচালকরা তা এড়িয়ে যান না।