Fri. Oct 24th, 2025
Advertisements

67খোলা বাজার২৪, মঙ্গলবার, ১ নভেম্বর ২০১৬:
৩৭তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ মঙ্গলবার বিকেলে পিএসসির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

ফলাফলে আট হাজার ৫২৩ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণরা পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশ নেবেন।
কমিশনের ওয়েবসাইটে (িি.িনঢ়ংপ.মড়া.নফ) ফলাফল পাওয়া যাবে। এ ছাড়া টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে এসএমএস করে ফলাফল পাওয়া যাবে। এ ক্ষেত্রে, চঝঈ৩৭জবমরংঃৎধঃরড়হ ঘঁসনবৎ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি গবংংধমব এ জবমরংঃৎধঃরড়হ ঘঁসনবৎ সহ য়ঁধষরভরবফ বা হড়ঃ য়ঁধষরভরবফ হিসেবে ফলাফল পাওয়া যাবে।
লিখিত পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে বলে পিএসসি জানিয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন ওই পরীক্ষায় অংশ নেন।