Tue. Oct 28th, 2025
Advertisements

22kখোলা বাজার২৪, বুধবার, ২ নভেম্বর ২০১৬:  স্বৈরাচরী মনোভাব থকে সরে এসে সরকার বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (০২ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহত্তর ঢাকা ও পার্শ্ববর্তী জেলার যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মির্জা ফখরুল বলেন, ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ করার জন্য এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যোনে অনুমিত চেয়েছি। ক্ষমতাশীন আওয়ামী লীগের নেতারা এ নিয়ে নেতিবাচক বক্তব্য দিচ্ছেন। কিন্তু সরকারের কাছ থেকে এখন পর্যন্ত নেতিবাচক কোনো মন্তব্য পায়নি, সুতরাং আমরা আশাবাদী, স্বৈরাচারী মনোভাব থেকে সরে তারা আমাদের সমাবেশ করার অনুমতি দেবেন।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়শ্বর চন্দ্র রায়, আব্দুল মান্নান, অহমেদ আজম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।