খোলা বাজার২৪, বুধবার, ২ নভেম্বর ২০১৬: ঝিনাইদহের কালীগঞ্জে “ উত্তীর্ণ হয়েও ঢাবিতে ভর্তি অনিশ্চিত রাবেয়ার” শিরোনামে বিভিন্ন অনলাইন ও বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হবার পর বিভিন্ন ব্যক্তি রাবেয়ার উচ্চ শিক্ষা গ্রহনে সহযোগিতা হিসেবে আর্থিক সহযোগিতা প্রদান করেছে। এর মধ্যে বুধবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাবেয়াকে ৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ পারভীন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দ: শরিফা আক্তার প্রমুখ। এর আগে ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার ১০ হাজার, ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ৩ হাজারসহ দেশের ও প্রবাসের অনেক ব্যক্তি রাবেয়াকে লেখাপড়ার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেছেন।