খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০১৬ :
‘এক পায়ে নূপুর’ গানটি দিয়ে সংগীতাঙ্গনে আলোচনায় এসেছিলেন কণ্ঠশিল্পী তপু ও আনিলা। ২০০৬ সালের এই গানটির পর অবশ্য তাদেরকে একসঙ্গে আর কোনো গানে পাওয়া যায়নি। দশ বছর আবারও তপু-আনিলা একসঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন। ‘যাবে কী চলে’ শিরোনামে গানটি লিখেছেন তপু এবং সুর করেছেন যাত্রী ব্যান্ড দলের সদস্য শামস।
সেপ্টেম্বর মাসে তপু ও আনিলা গানটিতে কণ্ঠ দেন। বর্তমানে গানটির সংগীতায়োজনের কাজ চলছে। তাদের এ গানটি যাত্রী ব্যান্ড দলের প্রকাশিতব্য দ্বিতীয় অ্যালবাম ‘যাত্রী’তে স্থান পাবে।
অ্যালবামটির সব গান লিখেছেন তপু। এতে গান থাকছে নয়টি।
তপু এ বিষয়ে বলেন, “আমার সব সময়ই আনিলার সঙ্গে গান গাইতে ভালো লাগে। তবে আনিলা যেহেতু আমেরিকায় থাকে তাই তার সঙ্গে এতোদিন সময় মেলাতে পারিনি। এ গানটি আনিলার খুব পছন্দ হয়েছে। আশা করছি শ্রোতাদের কাছে গানটি উপভোগ্য হবে।”
২০১৭ সালের জানুয়ারিতে গানটি যাত্রী ব্যান্ড দলের ২য় আ্যালবামের মাধ্যমে প্রকাশ হবে জি সিরিজ-এর ব্যনারে।