
ইতিহাসে প্রথমবারের মতো সবচে বড় কমিটি দিয়েও সাবেক রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করতে না পারার মতো ব্যর্থতা নিয়ে বিদায় নিতে হচ্ছে রাজিব-আকরামুল কমিটিকে।
জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠনে সব সময়ই সিন্ডিকেট গুলো তৎপর থাকে তাই অপেক্ষাকৃত যোগ্যনেতৃত্ত্ব ছিটকে পরতে দেখা যায় ,যেমনটি হয়েছে রাজিব আকরাম কমিটির ক্ষেত্রে ।
সূত্র জানায়, অধিকতর তরুণ এবং দলের জন্য নিবেদিতদের গুরুত্বপূর্ণ পদে রাখার জন্য ও অন্যান্যদের প্রতি নির্দেশনা এসেছে লন্ডন থেকে। আগামীতে কারা ছাত্রদলের নেতৃত্বে আসতে পারেন সে বিষয়ে একটি খসড়াও চেয়েছেন তারেক রহমান ।
দলের স্থায়ী কমিটির এক সদস্য বলেন, আন্দোলন- সংগ্রামে চরমভাবে ব্যর্থ হওয়ায় ছাত্রদলের বর্তমান কমিটির ওপর নাখোশ অনেকেই। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সরাসরি তিরস্কার করে নতুন ছত্রনেতা বাছাইয়ের কথা বলেছেন।সারাদেশে ছাত্রদলের কোন কার্যক্রম না থাকায় এবং গত দুই বছরে একবারের জন্যও সাধারণ সভা করতে না পারায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরই মাঝে দলের পক্ষ থেকে ছাত্রদলের সাবেক নেতাদের কাছ থেকে বর্তমান কমিটিতে থাকা ত্যাগী ও কর্মঠ ছাত্রনেতাদের বিষয়ে জানতে চাওয়া হয়েছে।
সূত্র জানায়,সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কয়েকজনের নাম এগিয়ে আছে ,এদের মধ্য থেকেই দায়িত্ব দেয়া হবে । সভাপতি পদে আসার জন্যে দলের নীতি নির্ধারনী পর্যায়ে ব্যাপক দৌড়ঝাপ করছে মনিরুল ইসলাম সোহাগ।দলের নীতি নির্ধারনী পর্যায়ের অনেকেই বলেন,মনিরুল ইসলাম সোহাগ ত্যাগী কর্মীবান্ধব , মেধাবী, বিনয়ী ও ১/১১ এর পরীক্ষীত এ ছাত্রনেতা । সোহাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হলের সেক্রেটারী ,কেদ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলো তার বিশাল কর্মী বাহিনী ও সর্বমহলে গ্রহণ যোগ্যতা আছে তাই সভাপতি পদে অনেকটাই এগিয়ে আছে । আরো যাদের নাম সোনাযায়,মামুনুর রশীদ মামুন বর্তমান সিনিয়র সহসভাপতি ,আকরামুল হাসান বর্তমান সাধারন সম্পাদক ,ইসহাক সরকার বর্তমান সাংগঠনিক সম্পাদক ,ফেরদাউস আহম্মেদ মুন্না,তরিকুল ইসলাম টিটু, লিংকন,এজমাল হোসেন পাইলট ।
সাধারণ সম্পাদক পদে মহিদুল হাসান হিরু ,মাসুদ পারভেজ ,নাজমুল হাসান ,মামুন বিল্লাহ ,আসাদুজ্জামান আসাদ ,মিয়া রাসেল ,করিম সরকার ,মিজানুর রহমান সোহাগ ,আবুল হাসান , হাসান বান্না ,নাজিম মাহমুদ ,মেহেদি হাসান ,আবুল বাসার সিদ্দিকী ।এদের নাম সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় আছে ।