খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০১৬ :
বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে সোনাক্ষি সিনহা অভিনীত নতুন ছবি ‘ফোর্স-২’। এ ছবিতে জন আব্রাহামের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে দেখা যাবে তাকে।
বর্তমানে এ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। এ ছবিতে সোনাক্ষিকে রোমান্সের পাশাপাশি অ্যাকশন দৃশ্যেও পাবেন দর্শক। তবে এবার ছবির প্রচারণায় এসে চমকের খবর দিলেন তিনি। আর সেটা হলো, জন আব্রাহামের প্রেমে নাকি অনেক আগেই পড়ে আছেন সোনাক্ষি। আর সেটা আরো গভীর হয়েছে ‘ফোর্স-২’ ছবির শুটিং করতে গিয়ে। তবে এটি একতরফা প্রেম। জন আব্রাহাম এর কিছুই জানেন না। এমন বক্তব্যের মাধ্যমে বেশ আলোচনায় চলে এসেছেন সোনাক্ষি।
এ বিষয়ে তিনি আরো বলেন, আমি বলিউডের একজন নায়কের প্রেমেই পড়েছিলাম। আর তিনি হলেন জন আব্রাহাম। যদিও বিষয়টি জন এখনও জানেন না। আজ আমি বিষয়টি সবার সামনেই খোলাসা করলাম। একজন স্বপ্নের পুরুষ বলতে যা বোঝায় জন আমার জন্য তা-ই ছিলেন। এখনও আমি তাকে ভালোবাসি। পাশাপাশি একসঙ্গে কাজ করার পর শ্রদ্ধাবোধও বেড়ে গেছে জনের প্রতি। এতটা সহযোগিতা তিনি করেছেন যা বলে বোঝাতে পারবো না। তবে এখন আসলে এ প্রেম সফল হওয়ার নয়। দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেছে। আর আমিও কাজ নিয়েই কেবল ভাবতে চাই। তবে তার প্রতি প্রেমটা আজীবনই রয়ে যাবেÑ এতটুকু বলতে পারি।