Fri. Sep 12th, 2025
Advertisements

32
খোলা বাজার২৪, শনিবার, ৫ নভেম্বর ২০১৬ :

রাজশাহী : ব্রাহ্মণবাড়িয়ায় সংখ্যালঘু হিন্দু স¤প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছেন ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। গতকাল শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে ছাত্র ইউনিয়নের সভাপতি মিনহাজুল আবেদীনের সঞ্চালনায় বক্তারা বলেন,ধর্ম যার যার রাষ্ট্র সবার। তাই সংখ্যালঘু স¤প্রদায়ের ওপর হামলায় জড়িতদের দ্রুত কঠোর শাস্তির আওতায় আনতে হবে। যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি আমাদেরকে দেখতে না হয়। আমাদেরকে আবার যেন বিচার চাইতে রাস্তায় নামতে না হয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকা এমন একজন মন্ত্রীর মুখ থেকে মালাউনের বাচ্চ শব্দ কখোনও শোভা পায় না। এ ইস্যুতে আইন-শৃঙ্খলা বাহিনী ও মন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। এসময় উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্রমৈত্রী রাবি শাখার সভাপতি প্রদীপ মার্ডি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রাবি শাখার সাধারণ সম্পাদক তমাশ্রী দাস, সদস্য লিটন দাস, বাংলা বিভাগের শিক্ষার্থী মৃন্ময় কুমার প্রমুখ।