Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

6খোলা বাজার২৪, রবিবার, ৬ নভেম্বর ২০১৬: সাগরে নিম্নচাপের কারণে রোববার বরিশাল শিক্ষা বোর্ডের জেএসসি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ শনিবার এ খবর নিশ্চিত করেছেন।

সারাদেশে একটিমাত্র মাদ্রাসা বোর্ডের অধীন জুনিয়র দাাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা সারাদেশেই স্থগিত। মাদ্রাসা বোর্ডের ৬ নভেম্বরের পরীক্ষা ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। অপরদিকে বরিশাল বোর্ডের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা ১২ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে।
এদিকে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত নামিয়ে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর,বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং এর অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে তিন ফুট বেশি উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছাসে প্লাবিত হতে পারে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
এতে বলা হয়, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫০ কি.মি. যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।