Tue. Oct 21st, 2025
Advertisements

33খোলা বাজার২৪, রবিবার, ৬ নভেম্বর ২০১৬:
শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শিব শংকর কারুয়ার পদোন্নতি হয়েছে। তিনি গত ১ নভেম্বর শেরপুর সরকারি কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ. কে. এম রিয়াজুল হাসান এবং উপাধ্যক্ষ প্রফেসর মো. ছারওয়ার জাহানের এর হাত থেকে ফুলেল শুভেচ্ছা নিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন শিব শংকর কারুয়া। এ সময় সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। শিব শংকর কারুয়ার পদোন্নতি এবং শেরপুর সরকারি কলেজে বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করায় শেরপুরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।