Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
images
খোলা বাজার২৪,সোমবার, ৭ নভেম্বর ২০১৬ :

সংকটে জিয়া আলো হয়ে দেখা দিলো ।

মো: মিজানুর রহমান

 

উনিশ শত সাতচল্লিশ সালে দেশটা ভাগ হলো
টানা-পোড়েন যেনো সেই থেকে চলতেই থাকলো।
পয়ষট্টিতে পাক-ভারত যুদ্ধ শুরু হলো,
সে যুদ্ধে জিয়াউর রহমান নেতৃত্ব দিলো
বিজয়েয় মালা ভারত হতে ছিনিয়ে নিলো,
সংকটে জিয়া আলো হয়ে দেখা দিলো।

একাত্তরে পাকিস্থান যুদ্ধ শুরু করলো,
শেখ মুজিব বন্দী হয়ে জেলে চলে গেলো
জাতির আকাশে সংকটের মেঘ দেখা দিলো।
জিয়াউর রহমান রিভোল্ট ঘোষণা করলো,
ছাব্বিশে র্মাচ স¦াধীনতার ঘোষণা দিলো।

3655
জিয়াউর রহমানও যুদ্ধে নেতৃত্ব দিলো
মেঘও যেনো ধীরে ধীরে হারিয়ে গেলো,
সংকটে জিয়া আলো হয়ে দেখা দিলো।

sadhin-bindex

অত:পর দেশ নয় মাসের যুদ্ধে স্বাধীন হলো।
সরকার ‘এক দেশ এক দল’ নীতি ঘোষণা দিলো
ফলে, রাজনৈতিক অস্থিরতা দেখা দিলো।
দেশ তখন দুর্ভিক্ষের কবলে পতিত হলো
মুজিব পরিবার তখন হত্যার শিকার হলো,
শকুনরা যেনো দেশকে গিলে খেতে লাগলো।
সেনাবাহিনীয় অরাজকতা দেখা দিলো
আবারো দেশটা সংকটে পতিত হলো।
জনতা ও সেনা জোয়ানরা এক জোট হলো
ষড়যন্ত্রকারীদের দ্রুত হটিয়ে দিলো।

shong1
মেজর জিয়াউর রহমানকে সামনে আনলো
মেজর জিয়া তখন সম্মতি প্রকাশ করলো,
বলিষ্ট নেতৃত্ব দ্বারা দেশের হাল ধরলো।
‘এক দেশ এক দল’ নীতি সর্ম্পন বাতিল করলো,
বহুদলীয় গণতন্ত্র প্রবর্তিত করলো।

14093243981456419233
দেশে তখন উন্নয়নের যাত্রা শুরু হলো
তলাবিহীন ঝুড়ির অপবাদ মোচন হলো।
দল-মত নির্বিশেষে পুরো দেশ এবং জাতি
জিয়ার স্তুতি এবং বন্দনা করতে লাগলো

index
আর মেজর জিয়াউর রহমানকে ভাবতে থাকলো,
সংকটে জিয়া আলো হয়ে দেখা দিলো।3008

লেখক: সাংবাদিক, কবি ও কলামিস্ট।