Wed. Aug 27th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14kখোলা বাজার২৪, সোমবার, ৭ নভেম্বর ২০১৬:  মার্কিন নির্বাচনের দিনে ভোটারদের উপর হামলা চালানোর আহ্বান জানিয়েছে জঙ্গি সংগঠন আইএস। জঙ্গিবাদ মনিটরিং সংস্থা সাইট ইন্টেলিজেন্স জানিয়েছে এ কথা।
সাইট ইন্টেলিজেন্সের পরিচালক আইএসের আল হায়াত মিডিয়া সেন্টারের সাত পৃষ্ঠার একটি ইশতেহারের বরাত দিয়ে টুইটারে এই কথা জানিয়েছেন। ‘দ্য মুরতাদ ভোট’ নামের সেই ইশতেহারে মার্কিন মুসলিমদের গণতান্ত্রিক প্রক্রিয়া অংশ না নিতে আহ্বান জানানো হয়েছে।
ইশতেহারে মার্কিন জনগণকে হুমকি দিয়ে বলা হয়, জঙ্গিরা তোমাদের জবাই করতে এবং ব্যালট গুড়িয়ে দিতে এসেছে। সেখানে উল্লেখ করা হয়, ডেমোক্রেটিক ও রিপাবলিক দুই দলেরই ইসলাম ও মুসলিমদের সঙ্গে এক নীতিতে কাজ করে।
এদিকে নির্বাচনের সময়ে আল কায়েদার হামলার সম্ভাবনার বিষয়ে কাজ করছে মার্কিন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার নির্বাচনের দিন নিউইয়র্ক, ভার্জিনিয়া ও টেক্সাসে হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। এফবি আই থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, কাউন্টার টেররিজম ও হোম সিকিউরিটি মার্কিন যুক্তরাষ্ট্রে হামলার হুমকির সম্ভাবনার প্রেক্ষিতে সতর্ক অবস্থায় আছে।