Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

69খোলা বাজার২৪, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০১৬:
‘টাকার বিনিময়ে প্রার্থী মনোনয়ন দিয়েছেন’- এ ধরনের বক্তব্য দেওয়ার পরিপ্রেক্ষিতে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদের আদালতে সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলাম এ মানহানি মামলা করেন। বাদী আদালতে জবানবন্দি দিলে বিচারক আগামী ১৪ নভেম্বর আদেশের জন্য দিন ধার্য করেন।
আদালত সূত্রে জানা যায়, ওই দিনই বিচারক মামলাটি আমলে নেবেন কি না জানা যাবে।
মামলার আরজি থেকে জানা যায়, ২০১৬ সালের ৭ নভেম্বর মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক ব্রাহ্মণবাড়িয়ায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘উপজেলার হরিপুর ও গোকর্ণ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল মুক্তাদির চৌধুরী ৭৫ লাখ এবং সাধারণ সম্পাদক আল মামুন সরকার ৪০ লাখ টাকার বিনিময়ে প্রার্থী মনোনয়ন দিয়েছেন।’
মন্ত্রী আরো জানান, তিনি বিষয়টি প্রধানমন্ত্রীকেও জানিয়েছেন। মন্ত্রীর এ ধরনের বক্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার হয়।
বাদী ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সদস্য হওয়ায় তাঁর মানহানি হয়েছে বলে আদালতে এ মামলাটির আবেদন করেন।
বাদী দণ্ডবিধির ৫০০ ধারায় মানহানির অভিযোগ করেন।
সম্প্রতি ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িঘরে একাধিকার হামলার ঘটনায় সমালোচনার মুখে পড়েন মন্ত্রী। তাঁর বিরুদ্ধে হিন্দুদের ‘কটূক্তির’ অভিযোগ উঠলেও তিনি সংবাদ সম্মেলনে তা অস্বীকার করেন।