Mon. Sep 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

35খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০১৬ :
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আলোচনায় ছিল দু’টি নাম হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প। মার্কিনীরা শেষ পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। কিন্তু নির্বাচনের দিন আলাদা আলোচনায় এলেন আর্জেন্টিনার ফুটবলার লিওলেন মেসি। আর্জেন্টিনার নাগরিক হিসেবে যুক্তরাষ্ট্র নির্বাচনে মেসির ভোট দেয়ার অধিকার না থাকায় প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর তো প্রশ্নই আসে না। কিন্তু তবুও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পেলেন বার্সেলোনার এ তারকা খেলোয়াড়। খবর বৃটিশ সংবাদমাধ্যম মিররের

কোনো এক মেসি-ভক্ত মার্কিনী এই কাজ করেছেন। নির্বাচনের দিন হঠাৎ একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট পেপারের ভোট দেয়ার জায়গায় কলম দিয়ে লেখা লিওনেল মেসির নাম।
তারমানে যুক্তরাষ্ট্রের এই নাগরিকের কাছে হিলারি কিংবা ট্রাম্প নয়, যোগ্য প্রার্থী হলেন লিওনেল মেসি। তাই তিনি হাতে লিখে মেসিকে ভোট দিয়েছেন। এটা আসল ব্যালট পেপার কিনা তা নিয়ে অনেকের সন্দেহ আছে।