খোলা বাজার২৪, শনিবার, ১২ নভেম্বর ২০১৬:
শুক্রবার নতুন এক বাগ বা ত্রুটি দেখা দেয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। একে ‘অপ্রচলিত’ ত্রুটি বলা হচ্ছে। এই ত্রুটির কারণে অনেক ব্যবহারকারীদের প্রোফাইলে স্বয়ংক্রিয়ভাবে ‘মেমোরিয়াল ব্যানার’ দেখায়, যেখানে ব্যবহারকারীরা জীবিত হওয়ার পরও তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়।
শুক্রবার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটিতে এই সমস্যা দেখা দিলে বেশ হৈ চৈ তৈরি হয়।
বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, ওই সমস্যার শিকার ব্যবহারকারীরা তাদের পরিজন ও বন্ধুদের আশ্বস্ত করতে স্ট্যাটাস আপডেট করেন এই লিখে যে, তারা জীবিত; মৃত নন।
এ ব্যাপারে ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, এটা ‘ভয়ঙ্কর এক ত্রুটি’ যা এখন ঠিক করা হয়েছে। যা ঘটেছে তার জন্য আমরা দুঃখিত।’