খোলা বাজার২৪, রবিবার, ১৩ নভেম্বর ২০১৬:
আইফোন ৭ প্লাস বিস্ফোরণের সর্বশেষ খবরটি পাওয়া গেল চীনে। দেশটির ইউনান প্রদেশে এক ব্যক্তির হাত থেকে ফোনটি দুর্ঘটনাবশত মাটিতে পড়ে গেলে তাতে আগুন ধরে যায়। আর এ নিয়ে চতুর্থবারের মতো আইফোন বিস্ফোরণের খবর পাওয়া গেল।
আগুন লাগার সময় ফোনটিতে কম্পনের সৃষ্টি হয় এবং দ্রুত ধোঁয়া বের হতে থাকে। ফোনের ডিসপ্লে আলাদা হয়ে ফোনটি দুই ভাগ হয়ে যায়। গত অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার এক সার্ফার তার নতুন আইফোনে আগুন লাগার ঘটনা জানান। এই ঘটনায় তার গাড়ি পুড়ে যায়। তার আগে এক রেডিট ব্যবহারকারী তার সহকর্মীর নতুন আইফোন ৭ প্লাস বিস্ফোরণ হওয়ার কথা জানায়।
বিশ্লেষকদের মতে, অ্যাপল ফোনের মান নিয়ন্ত্রণে জোর দেয়ার দাবি করলেও সাম্প্রতিক ঘটনাগুলো প্রতিষ্ঠানটির ভালোভাবে বিবেচনায় নেয়া উচিত।