Tue. Sep 16th, 2025
Advertisements

1খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬:
বাংলাদেশে নিযুক্ত সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি হান্নানের আপিলের সারসংক্ষেপ দুই সপ্তাহের মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ নির্দেশ দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে সারসংক্ষেপ জমা না দিলে শুনানি শুরু হবে।
এই শুনানি আজ সুপ্রিম কোর্টের কার্যতালিকায় ছিল। রাষ্ট্রপক্ষে আজ শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
২০০৪ সালের ২১ মে সিলেটের হজরত শাহজালালের মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা করা হয়। এ হামলায় আনোয়ার চৌধুরী, সিলেট জেলা প্রশাসকসহ অর্ধ শতাধিক ব্যক্তি আহত এবং পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত হন।
এ ঘটনায় করা মামলার বিচার শেষে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর বিচারিক আদালত মুফতি হান্নানসহ তিনজনকে মৃত্যুদণ্ড ও বাকিদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে ২০০৯ সালে আসামিরা জেল আপিল করেন।
প্রায় সাত বছর পর গত ৬ জানুয়ারি এ মামলায় হাইকোর্টে শুনানি শুরু হয়ে ৩ ফেব্র“য়ারি শেষ হয়। বিচারিক আদালতের দণ্ড বহাল রেখে ১১ ফেব্র“য়ারি রায় ঘোষণা করা হয়।
হাইকোর্টের দেয়া রয়ের পূর্ণাঙ্গ অনুলিপি গত ২৮ এপ্রিল প্রকাশ পায়। পরে গত ১৪ জুন রায় হাতে পাওয়ার পর ১৪ জুলাই আপিল করে আসামি পক্ষ।