Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬:20
আমরা সংখ্যালঘু নই, আমরা সংখ্যাগুরু। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু ধর্মাম্বলম্বীদের উপর যারা হামলা চালিয়েছে তারা সংখ্যালঘু। আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশে বসবাস করছি। এদেশে আমরা যদি সংখ্যালঘু হই তাহলে যারা হামলা চালিয়েছে তারা কারা?

ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরসহ সারা দেশে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

সোমবার সকালে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে প্যারিস রোডে ব্রাহ্মবাড়িয়ার নাসির নগর সহ সারা দেশে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আজম শান্তুর সঞ্চালনায় বক্তারা আরো বলেন,এদেশে ধর্ম যার যার রাষ্ট্র সবার, ধর্ম যার যার উতসব সবার, ধর্ম যার যার সমাজ সবার। আমরা মনে করি ব্রাহ্মবাড়িয়ার নাসির নগরে হামলা কোন সংখ্যালঘুদের ওপর হামলা নয়, এটা গোটা জাতির ওপর হামলা। সেখানে অসহায়, নিরীহ, দুর্বল মানুষের ওপর হামলা চালানো হয়েছে। স্বাধীন সার্বভৌম এই দেশে কিসের সংখ্যালঘু ,কিসের সংখ্যাগুরু? ইাসির নগরে হামলা গোটা আর্তমানবতার প্রতি চরম আঘাত। আসুন আমরা সবাই সোচ্চার হই।

বক্তারা আরো বলেন, একজন ব্যক্তি ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার ফলে তার পরিবার সহ গোটা এলাকার মানুষকে তার খেসারত দিতে হচ্ছে এটা কেমন কথা ? যে ব্যক্তি অপরাধ করেছে শাস্তি সে পাবে। তার জন্য সবাই কেন এর ফল ভোগ করবে। আমরা মনে করি এই হামলা পরিকল্পিত এবং তা রাজনৈতিক ভাবে করা হয়েছে।