Fri. Sep 19th, 2025
Advertisements

42খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬:
কুড়িগ্রাম : বাঙালীর চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হিসেবে ১লা অগ্রহায়ন কুড়িগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পিঠা উৎসবের মধ্য দিয়ে নবান্ন উৎসব ১৪২৩ পালিত হয়েছে।
কুড়িগ্রাম পৌরসভা ও জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে পৌর চত্বরে পিঠা উৎসবে জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন, পৌর মেয়র আব্দুল জলিল, পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিংকনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।
পৌর চত্বরে ২০টি ষ্টলে পুলি পিঠা, তেল পিঠা, গোলাপ পিঠা, পাটি শাপটা, দুধ পিঠা, ছিম পিঠা, গরগরিয়া পিঠা, ভাপা পিঠাসহ বাঙালীর চিরায়ত ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন করা হয়। এসব পিঠা দিয়ে দর্শনার্থী ও অতিথিদের আপ্যায়ন করা হয়।
নবান্ন উৎসবে দিনব্যাপী গ্রামীন খেলা, জারী-সারিসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।