Thu. Sep 18th, 2025
Advertisements

road-accident-bdখোলা বাজার২৪, বুধবার, ১৬ নভেম্বর ২০১৬:  ঝিনাইদহের বিষয়খালী বাজারে ট্রাক চাপায় সৈয়দ আহমেদ নান্নু (৫০) নামের এক শ্রমিক নিহত ও ৬ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গেল রাত দেড়টার দিকে। নিহত ও আহতদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।সে মহেশপুর উপজেলার বজরাপুরা গ্রামের হানেফ পাটোয়ারীর ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, গেল রাত দেড়টার দিকে জেলা সদরের বিষয়খালী বাজার এলাকায় সড়ক মেরামতের কাজ করছিল শ্রমিকরা। এসময় যশোর থেকে ঝিনাইদহগামী একটি ট্রাক শ্রমিকদেরকে চাপা দেয়। এতে সৈয়দ আহমেদ নান্নু সহ ৭ শ্রমিক গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আহমেদকে মৃত বলে ঘোষণা করে। এদিকে ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।