Thu. Sep 18th, 2025
Advertisements

16খোলা বাজার২৪, বুধবার, ১৬ নভেম্বর ২০১৬:
ইউরোপের বাজারে শুল্কমুক্ত জিএসপি প্লাস সুবিধা পেতে বাংলাদেশের কারখানার কর্মপরিবেশ আরো উন্নত করতে হবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্টের সদস্য ব্র্যান্ড ল্যাং।

মঙ্গলবার ইইউর ইউরোপীয় ইউনিয়নের ১৪ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ব্র্র্যান্ড ল্যাং।
ব্র্যান্ড ল্যাং বলেন, রানাপ্লাজা ধসের পর বাংলাদেশের পোশাকশিল্পের উন্নয়ন হয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশ যেহেতু মধ্যম আয়ের দেশ হতে যাচ্ছে, সেহেতু দেশটির এখন ইউরোপের বাজারে সুবিধা পেতে জিএসপি প্লাস প্রয়োজন হবে। আর এ জন্য বাংলাদেশকে তাদের নিরাপত্তা ও অন্যান্য পরিবেশের আরো উন্নয়ন প্রয়োজন বলে মনে করেন ব্র্যান্ড ল্যাং।
এ সময় বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, দেশের অর্থনীতির উন্নয়নে শুধু তৈরি পোশাক খাত নয়, অন্যান্য খাতের কমপ্লায়েন্স বাস্তবায়নও জরুরি।