Fri. Sep 12th, 2025
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০১৬:10
টানা দুই মাস পর চার দিনের ছুটিতে গ্রামের বাড়িতে এসেছেন মোস্তাফিজুর রহমান। বুধবার রাত সাড়ে ১০টায় তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে বাড়িতে এসে পৌঁছান। ঢাকা থেকে মোস্তাফিজের সঙ্গে তার বাড়িতে আসেন স্বর্ণ নামের আরেকজন ক্রিকেটারও।

মোস্তাফিজের ঘনিষ্টবন্ধু হাফিজুর রহমান হাফিজ বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত মোস্তাফিজ বাড়িতে থাকবেন। সময় কাটাবেন বাবা-মা, পরিবার ও বন্ধুদের সঙ্গে। বাইরে কোথাও যাওয়ার পরিকল্পনা নেই তবে বিকেলে খেলার মাঠে যাবেন তিনি। এ সময় সবার সঙ্গে সাক্ষাৎ করবেন।
এর আগে সবশেষ কোরবানির ঈদের সময় বাড়িতে এসেছিলেন মোস্তাফিজ। পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে ১৭ সেপ্টেম্বর ঢাকা ফিরে যান মোস্তাফিজ।