Fri. Sep 19th, 2025
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০১৬: কুমিল্লা দাউদকান্দিতে বুধবার গভীর রাতে ঢাকা-টট্টগ্রাম মহাসড়কের দাইদকান্দি অংশের মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজার পাশে চেক পোষ্ট বসিয়ে ঢাকাগামী যানবাহনে তল্লাশীকালে স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহি বাস থেকে ৫০ বোতল ভারতিয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ছাটিতলা গ্রামের মৃত মামুনুর রশিদের ছেলে মনসুর (২০) ও ফালগুনকরা গ্রামের বাবুল মিয়ার ছেলে রিয়াজ (২০)।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, থানার এসআই আক্কাস আলীর নেতৃত্বে একদল পুলিশ ঢাকা-টট্টগ্রাম মহাসড়কের দাইদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজার পাশে চেক পোষ্ট বাসিয়ে যানবাহনে তল্লাশীর সময় স্টার লাইন বাস থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ ২ যুবককে আটক করা হয়।

তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাদের কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।