খোলা বাজার২৪, শুক্রবার, ১৮ নভেম্বর ২০১৬: মানবতাবিরোধী অপরাধের আসামি জামালপুরের ইউসুফ আলী বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারারক্ষী মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে অসুস্থ হলে তাকে ঢাকার কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, ইউসুফ আলীর লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।