খোলা বাজার২৪, শনিবার, ১৯ নভেম্বর ২০১৬:
বিশ্বের প্রথম সেলফি বোতল তৈরি করল কোকা-কোলা। কোকা-কোলা ইসরায়েল সেলফি স্টিকের বিকল্প হিসেবে এমন এক ধরণের ‘গ্যাজেট’ তৈরি করেছে যা দিয়ে খুব সহজেই কোক পান করার সময় সেলফি তোলা যাবে। প্রতিষ্ঠানটি ৫০০ মিলি কোকের বোতলে ক্যামেরাসহ গ্যাজেট যুক্ত করেছে। বোতল ৭০ ডিগ্রী ঢালে গেলেই স্বয়ংক্রিয়ভাবে ছবি তুলতে থাকে। ছবিগুলো ইউএসবি পোর্টের মাধ্যমে ট্রান্সফার করা যাবে।
তবে সেলফি তুলতে গেলে কাউকে বোতল মুখের কাছে ধরে নিয়ে বসে থাকতে হবে না। শুধুমাত্র বোতল মুখে দিয়ে কোক খাওয়ার সময়ই এটি ৭০ ডিগ্রী বরাবর থাকে এবং তখনই ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে ছবি তোলে। সেলফি বোতলটি ইসরায়েলের জিফেন টিম নামের একটি বিজ্ঞাপনী সংস্থা তৈরি করেছে। পার্টিতে যাওয়া কাস্টমাররা যাতে কোকসমেত সেলফি তুলে স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে পোস্ট করতে পারে সেজন্যই এই কৌশল হাতে নিয়েছে কোকা-কোলা।