Fri. Oct 17th, 2025
Advertisements

10kখোলা বাজার২৪, রবিবার, ২০ নভেম্বর ২০১৬:  ম্যাচ শেষের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নিজে এলেন না। মোহাম্মদ শরীফকে পাঠালেন অধিনায়ক মাশরাফি। তবে মাঠ ছাড়ার আগে ধারাভাষ্যকারকে আর এড়াতে পারলেন না। জয়ের পরও গোমড়া মুখে, কাঁপা গলায় বলে গেলেন, ‘সামনের ম্যাচেও আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলতে চাই।’
টানা পাঁচ ম্যাচ হারার পর শনিবার রাজশাহীর বিপক্ষে ৩২ রানের জয় পেয়েছে কুমিল্লা। সোহেল তানভীর এবং সাইফউদ্দিন দুজনে মিলে নিয়েছেন ৭ উইকেট। মাশরাফি নিজে ৪ ওভার বল করে ১৫ রান খরচ করে ১ উইকেট নেন।
আরাধ্য জয়ের পর বোলারদেরই কৃতিত্ব দিলেন তিনি, ‘তানভীর এবং সাইফ ভালো করেছে। কৃতিত্বটা ওদেরই প্রাপ্য।’
গোটা টুর্নামেন্টে তার ব্যাটসম্যানরা ফর্মে নেই। মাশরাফি বাধ্য হয়ে ৫ নম্বরে ব্যাট করেন। বেশি দূর অবশ্য যেতে পারেননি। ১০ রান করে ফেরেন।
‘ব্যাটসম্যানরা এখনো ভুল করছে। সামনের ম্যাচে ভুলগুলো শোধরাতে হবে।’ বলেন মাশরাফি।