Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, রবিবার, ২০ নভেম্বর ২০১৬:72
প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা হচ্ছে না। কেন্দ্র থেকে এ জনসভা স্থগিত করা হয়েছে।

রোববার জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ায় নির্বাচনী আচরণবিধির কারণে জনসভা হচ্ছে না বলে জানা গেছে।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী জনসভা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা জানান, জনসভা না হওয়ায় সিলেটে যেসব উন্নয়ন প্রকল্প প্রধানমন্ত্রীর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ছিল সেগুলোও স্থগিত করা হয়েছে।
আগামী ২৩ নভেম্বর বুধবার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে এই জনসভার আয়োজন করেছিল সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।
জনসভাকে ঘিরে গত কয়েকদিন ধরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছিল আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জনসভা স্থগিত হওয়ায় হতাশ তারা।
তবে আগামী বুধবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ নবগঠিত সদরদফতর ১১ পদাতিক বিগ্রেডের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগদান করবেন প্রধানমন্ত্রী।
এর আগে হযরত শাহজালাল ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী।