খোলা বাজার২৪, বুধবার, ২৩ নভেম্বর ২০১৬: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামে শাহানুর বিশ্বাসের উপর হামলার ও দুই পা হরানো ঘটনায় কোরবান আলী (৪০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গেল রাত ২ টার দিকে উপজেলার কাস্টভাঙ্গা ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই নলভাঙ্গা গ্রামের আব্দুল মজিদের ছেলে। সে কালীগঞ্জ থানায় ৩ নং এজাহার ভুক্ত আসামী ।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গত ১৬ অক্টোবর সকালে জেলার কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামে শাহানুর বিশ্বাস নামে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করা হয়। এরপর আহতকে প্রথমে যশোর ও পরে ঢাকা পঙ্গু হাসপাতলে রেফার্ড করা হয়।
সেখানে তার পায়ে ইনফেকশন দেখা দেওয়া তার দু-পা কেটে ফেলতে হয়। পরে আহতের ভাই সামাউল বাদী হয়ে কালীগঞ্জ থানায় ১৬ জনের নামে মামলা দায়ের করে।
এরই প্রেক্ষিতে গতরাতে উপজেলার কাস্টভাঙ্গা ইউনিয়ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ওই এলাকা থেকে কোরবান আলী নামের এক আসামীকে গ্রেফতার করা হয়। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, মুলত দীর্ঘদিন ধরে নলভাঙ্গা গ্রামে সামাজিক দুটি দলের মধ্যে আধিপত্ত বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরেই মুলত শাহানুরের উপর হামলার ঘটনা ঘটেছে। এর পিছনে কোন ইভটিজিং কিংবা নারী উত্যক্তের কোন ঘটনা নেই।
উল্লেখ্য, ইতোপূর্বে মামলার পরপরই দু-জনকে গ্রেফতার করেছিল পুলিশ।