Fri. Sep 19th, 2025
Advertisements

38খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০১৬:  সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবিলয়া হত্যা মামলায় জামিন পেয়েছেন সিলেটের হবিগঞ্জের মেয়র গোলাম কিবরিয়া গৌছ। জামিন প্রশ্নে জারিকৃত রুল নিষ্পত্তি করে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান খান ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।

গত ২৮ ফেব্র“য়ারি হাইকোর্ট গৌছকে কেন জামিন দেয়া হবে না এই মর্মে রুল জারি করে। বৃহস্পতিবার ওই রুলের উপর শুনানি অনুষ্ঠিত হয়।
গৌছের পক্ষে খন্দকার মাহবুব হোসেন এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ বশির উল্লাহ শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট জামিন মঞ্জুর করে।