Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শুক্রবার, ২৫ নভেম্বর ২০১৬:7
পকেটে রাখা ই-সিগারেট বিস্ফোরিত হয়ে আহত হয়েছেন নিউইয়র্কের দোকান কর্মচারী এক যুবক। ছবি : সিএনএন
স্বাস্থ্য সচেতন হয়ে অনেকেই ছাড়ছেন সিগারেট। বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন ই-সিগারেট। ই-সিগারেটের ব্যবহার হয়তো স্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনছে। কিন্তু অন্যদিক দিয়ে বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে অভিনব এই সিগারেট।

ই-সিগারেট যে অনেক ক্ষেত্রেই নিরাপত্তাবান্ধব নয়, তা প্রমাণিত হলো যুক্তরাষ্ট্রের একটি ঘটনায়। দেশটির নিউইয়র্ক শহরে মদের দোকানের কর্মচারী এক যুবক পকেটে ই-সিগারেট রেখেছিলেন। হঠাৎ সেটি বিস্ফোরিত হয়। এতে আহত হন ওই কর্মচারী। খবরটি জানিয়েছে যুবকের আইনজীবী।
আহত যুবকের নাম ওটিস গুডিং (৩১)। তিনি ওই দোকানের কাউন্টারের পেছনে দাঁড়িয়ে সহকর্মীদের সঙ্গে কথা বলছিলেন। সে সময় তাঁর পকেটে থাকা ই-সিগারেটটি থেকে ফুলকি বের হতে থাকে এবং বিস্ফোরিত হয়। এতে তাঁর পা, ঊরু ও হাতের কিছু অংশ পুড়ে যায়। দোকানটিতে থাকা ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় পুরো ব্যাপারটি ধরা পড়ে।
তবে এ ঘটনায় দোকানের অন্য কেউ আহত হয়নি। জন লি নামের ওই দোকানের এক কর্মচারী জানান, গুডিংয়ের পকেট থেকে ফুলকি বের হতে দেখলে তিনি একটি পিলারের পেছনে গিয়ে আশ্রয় নেন।
লি আরো বলেন, ‘সে সময় আমাদের পুলিশকে খবর দেওয়া ছাড়া কিছুই করার ছিল না। সাহায্য আসার আগ পর্যন্ত গুডিং নিজের ক্ষতস্থানে পানি ঢালছিলেন।’
গুডিংয়ের আইনজীবী জানিয়েছেন, আহত গুডিংকে নিউইয়র্কের ওয়েইল কর্নেল মেডিকেল সেন্টারের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাঁর অবস্থা গুরুতর বলে জানিয়েছেন।