খোলা বাজার২৪, শুক্রবার, ২৫ নভেম্বর ২০১৬: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক পরীক্ষায় শুক্রবার সকালে ও দুপুরে দুই শিফটে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। খ-ইউনিটে ৩ টি বিভাগ: কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (সিএসই), ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ (ইসিই) ও এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (ইএসই) বিভাগ রয়েছে। ‘খ’ ইউনিটে মোট আবেদন পড়েছিল ৬৬২৭ টি আর আসন সংখ্যা ১২০।
এছাড়াও অনুষ্ঠিত ‘ক’ ইউনিটের ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jkkniu.edu.bd তে প্রকাশ করা হয়। কাল শনিবার গ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।