খোলা বাজার২৪, শুক্রবার, ২৫ নভেম্বর ২০১৬: ‘অসাম্প্রদায়িক চেতনা মুছে যেত দেব না’ স্লোগানে নওগাঁয় তিন দিনব্যাপী মানবাধিকার নাট্যোৎসব শুরু হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদের (মানাপ) ১৩ বছরে পদার্পণ উপলক্ষে সংগঠনটির নওগাঁ জেলা শাখা এই উৎসবের আয়োজন করে।
বৃহস্পতিবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার পদদেশ থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে শহীদ মিনারের পাশে এই নাট্যোৎসবের উৎসবের উদ্বোধন করেন নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ এসএম জিল্লুুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে মানাপ নওগাঁ জেলা শাখার সভাপতি উত্তম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাজেদা ইয়াসমিন।
বিশেষ অতিথি ছিলেন মানাপ নওগাঁ জেলা শাখার উপদেষ্টা কবি আতাউল হক সিদ্দিকী, উপদেষ্টা রফিকুদ্দৌলা রাব্বী, প্রকৌশলী গুরদাস দত্ত, মনোয়ার হোসেন লিটন, নওগাঁ শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক কায়েস উদ্দীন, মানাপ’র কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মুরাদ হোসেন, আইন ও শালিস কেন্দ্রের কমিটির প্রতিনিধি মুমিন বিশ্বাস, জেলা শ্রেষ্ঠ শিক্ষক পুতুল ব্যানার্জি প্রমুখ।
উদ্বোধনী দিনে নওগাঁ নৃত্য নিকেতন ও নৃত্যাঞ্জলী একাডেমির শিল্পীদের নৃত্যানুষ্ঠান ও চারটি নাটক মঞ্চস্থ করা হয়। নাটক পরিবেশন করে জনকল্যাণ মডেল উচ্চ বিদ্যালয়, চৌপাশ নাট্যঞ্চল, শৈলগাছী ইউনিয়ন ও আদিবাসী নাট্যদল।
উদ্বোধনী দিনে নওগাঁ নৃত্য নিকেতন ও নৃত্যাঞ্জলী একাডেমির শিল্পীদের নৃত্যানুষ্ঠান ও চারটি নাটক মঞ্চস্থ করা হয়। নাটক পরিবেশন করে জনকল্যাণ মডেল উচ্চ বিদ্যালয়, চৌপাশ নাট্যঞ্চল, শৈলগাছী ইউনিয়ন ও আদিবাসী নাট্যদল।