খোলা বাজার২৪, শনিবার, ২৬ নভেম্বর ২০১৬: বাগেরহাটের মংলার পশুর নদীর ভাঙ্গন থেকে সুন্দরবনসহ কেয়াবুনিয়া, কলাতলা ও আমতলা গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল শুক্রবার পশুর নদীর তীরে ‘পশুর রিভার ওয়াটারকিপার ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন শেষে পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখের সভাপতিত্ব সমাবেশে বক্তব্য রাখেন বাপা’র যুগ্ম সম্পাদক শরীফ জামিল, সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম, চিলা ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হালিম হাওলাদার, মুক্তিযোদ্ধা মো. ইউনুসুর রহমান, চিলা জেলে সমিতির সাধারণ সম্পাদক রনজিৎ প্রামাণ্য ও নারীনেত্রী গীতা হালদার।
সমাবেশে বক্তারা ভাঙ্গনের কবল থেকে ৩টি গ্রাম রক্ষার দাবি জানিয়ে অপরিকল্পিত শিল্পায়ন এবং মুনাফালোভী বনখেকোদের নগ্ন হামলা থেকে সুন্দরবন ও পশুর নদীকে রক্ষা করতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহবান জানান।