Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার, ২৬ নভেম্বর ২০১৬: 56
আন্তর্জাতিক কল টার্মিনেশন রেট বাড়ানোর কারণে দেশে বৈধপথে কলের পরিমাণ কমে গেছে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ। শুক্রবার বিটিআরসি কার্যালয়ে অবৈধ ভিওআইপি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, আগে বৈধপথে গড়ে দিনে ১২ কোটি মিনিট ইনকামিং কল আসতো। ২০১৫ সালের আগস্টে কল টার্মিনেশন রেট দেড় সেন্ট থেকে বাড়িয়ে দুই সেন্ট করায় এখন তা দৈনিক গড়ে সাত কোটি মিনিটে নেমে এসেছে।
তিনি বলেন, কল কমার জন্য শুধু দাম বাড়ানোই মূল কারণ নয়। ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমোর মতো স্মার্টফোন অ্যাপে ভয়েস কল সুবিধার কারণে আন্তর্জাতিক ফোনকলের ব্যবসায় প্রভাব পড়েছে।
ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমোর মতো স্মার্টফোন অ্যাপে ভয়েস কলের সুবিধার কারণে আন্তর্জাতিক কলের পরিমাণ কমছে বলেও মন্তব্য করেন তিনি।
স্মার্টফোনে এ ধরনের অ্যাপ ব্যবহার বিষয়ে দু-এক মাসের মধ্যে বিটিআরসি একটি সিদ্ধান্তে পৌঁছাতে চায় বলেও জানান বিটিআরসির চেয়ারম্যান।
বিটিআরসি কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী এবং বিটিআরসির ভাইস চেয়ারম্যান আহসান হাবিব খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।