খোলা বাজার২৪, সোমবার, ২৮ নভেম্বর ২০১৬ :
টাইগার দলের আলোচিত ফাস্ট বোলার কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান ইনজুরি থেকে অনুশীলনে ফিরে অবস্থা হচ্ছে কেমন হচ্ছে নতুন খবর জানতে চাইলে।
বাংলাদেশ ক্রিকেট দলের ট্রেইনার মারিও ভিল্লাভারায়েন জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী অনুশীলনের মাধ্যমে বোলার মুস্তাফিজুর রহমানের অবস্থার উন্নতি হচ্ছে। আগের মতো ফিটনেস পুরোপুরি ফিরে পেতে সব রকম চেষ্টা করছেন মুস্তাফিজ।
আগস্টে অস্ত্রোপচারের পর বলা হয়েছিলো কাটার মাস্টারের মাঠে ফিরতে প্রয়োজন পাঁচ থেকে ছ’মাস। সে হিসাবে আফগানিস্তান, ইংল্যান্ড সিরিজের পর নিউজিল্যান্ড সিরিজেও খেলার কথা নয় ‘দ্য ফিজের’।
তবে পুনর্বাসনে মুস্তাফিজের উন্নতি হওয়ায় বিসিবি আশা রাখে যে ২৬ ডিসেম্বর নিউজিল্যান্ডে শুরু হতে যাওয়া ‘বাংলাদেশ-নিউজিল্যান্ড’ সিরিজে খেলতে পারবেন মোস্তাফিজুর রহমান।
সে অনুযায়ী শুরু হয় মুস্তাফিজকে নিয়ে বিসিবি’র নতুন পরিকল্পনা। জাতীয় দলের খেলোয়াড়রা বিপিএলে ব্যস্ত থাকার সময়েই মুস্তাফিজকে মাঠে ফেরাতে কাজ করছে বলে জানিয়েছেন বিসিবির ট্রেইনার মারিও ভিল্লাভারায়েনে। টিম ম্যানেজমেন্ট চায়, পারফরম্যান্সে যেন শতভাগ দিতে পারেন মুস্তাফিজ।