খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০১৬ : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে সম্মান প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এই ফলাফল প্রকাশ করা হয়।
ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ এইচ এম বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ভর্তি পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.sust.edu/admission) এর মাধ্যমে জানা যাবে।
তাছাড়া শিক্ষার্থীরা যেকোনো মোবাইল অপারেটর থেকে (SUST< space >RESULT< space >Exam-Roll ) লিখে ১৬২৪২ নম্বরে ঝগঝ পাঠিয়ে ফল জানতে পারবেন।
অধ্যাপক ড. এ এইচ এম বেলায়েত হোসেন আরো জানান, শিগগিরই ভর্তির তারিখ ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত শনিবার শাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটের ৬১৩টি আসনের বিপরীতে ১৮ হাজার ৪৮৭ জন এবং ‘বি’ ইউনিটে ৯৫০টি আসনের বিপরীতে ৩৫ হাজার ৫৪৩ জন শিক্ষার্থী আবেদন করে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৮৪ শতাংশ এবং ‘বি’ ইউনিটে ৭৭ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিল।