খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০১৬: প্রতিনিধিঃ জেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরে চেয়ারম্যান পদে চার জন, সাধারণ সদস্য পদে ৭১ জন এবং সংরক্ষিত নারী আসনে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জেলা নির্বাচন অফিস সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, চেয়ারম্যান প্রার্থীরা হলেন সদ্য পদত্যাগকারী জেলা পরিষদ প্রশাসক ও সাবেক এমপি অধ্যক্ষ মোঃ শাহ আলম মিয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি মশিউর রহমান মহারাজ ও আব্দুল্লাহ মাসুদ।
উল্লেখ্য, মোঃ শাহ আলমকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকে পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সমর্থন দেয়া হয়েছে।


