Tue. Sep 16th, 2025
Advertisements

59kখোলা বাজার২৪,বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০১৬: মানবিক কারণে মিয়ানমার থেকে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা করে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য আন্তবিভাগীয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘(রোহিঙ্গা) যারা ঢুকে পড়েছে তাদের মানবিক সাহায্য যেটা প্রয়োজন সেটা আমরা করছি। পাশাপাশি তাদের প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে একটা সুবিধাজনক সময়ে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রচেষ্টা নেব।’
এরই মধ্যে রোহিঙ্গাদের মানবিক বিপর্যয় বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে সহায়তা করতে পররাষ্ট্রমন্ত্রী আহ্বান জানিয়েছেন বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় মন্ত্রী আরো জানান, ময়মনসিংহের ফুলবাড়ীতে কলেজ জাতীয়করণ নিয়ে শিক্ষকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি শিগগিরই প্রতিবেদন দেবে। এখন ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক বলেও জানান তিনি।