Fri. Sep 12th, 2025
Advertisements

খোলা বাজার২৪, শনিবার, ০৩ ডিসেম্বর ২০১৬:  মায়ানমারে মুসলিম রোহিঙ্গাদের উপর রাখাইন বৌদ্ধদের বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন সুনামগঞ্জ জেলা শাখা।
শনিবার দুপুর ১২টায় টায় শহরের ট্রাফিক পয়েন্টে আয়োজিত মানববন্ধনে বক্তারা মায়ানমারে মুসলিম রোহিঙ্গা নারী ও শিশুদের উপর অত্যাচার নির্যাতন বন্ধের দাবি জানান। বক্তারা আরও বলেন একটি সভ্য রাষ্ট্রে এভাবে একটি সংখ্যালঘু জাতির উপর সে দেশের সেনাবাহিনী হত্যাযজ্ঞ চালাতে পারেনা। এটি আর্ন্তজাতিক মানবাধিকারের সু স্পষ্ট লঙ্ঘন। রোহিঙ্গাদেন মানবাধিকার রক্ষায় আর্ন্তজাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জসীম উদ্দিন দিলীপ,সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম পলাশ,সাবেক পৌর কাউন্সিলর ইউপি সদস্য আবু তাহের মিয়া, মফচ্ছির আলী,আব্দুল কাদির শান্তি মিয়া প্রমুখ।