Sat. Sep 13th, 2025
Advertisements

খোলা বাজার২৪, শনিবার, ০৩ ডিসেম্বর ২০১৬:  49 টেকসই ভবিষ্যৎ গড়ি ১৭টি লক্ষ্য অর্জন করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় শনিবার পালিত হয়েছে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে এই দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে শনিবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামছুল আজম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এএসএম আকরাম হোসেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মেহেদী হাসান, গাইবান্ধা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মো. ইদ্রিস আলী প্রমুখ।