Thu. Oct 23rd, 2025
Advertisements

12kখোলা বাজার২৪, রবিবার, ০৪ ডিসেম্বর ২০১৬: সম্প্রতি শৃংখলাভঙ্গের অভিযোগে বিপিএলের পারিশ্রমিকের ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে রাজশাহী কিংসের ব্যাটসম্যান সাব্বির রহমানকে।
তবে জাতীয় দলের এই ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিংয়ের কোনো অভিযোগ নেই। এই ক্রিকেটার ঠিক কী করেছেন তাও স্পষ্ট করে জানাতে রাজিও নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে ফের এমন করলে আজীবন নিষিদ্ধ করার হুমকি দিয়েও রাখলো বিসিবি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি জানিয়েছে, নিজের দোষ স্বীকার করেই শাস্তি পেয়েছেন রাজশাহী কিংসের আইকন ক্রিকেটার সাব্বির রহমান। আবার এমন ঘটনা ঘটলে হতে পারেন আজীবন নিষিদ্ধ।
শনিবার সন্ধ্যায় বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনকে এসব কথা জানিয়েছেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব এএইচ মল্লিক।
তিনি বলেন, বিপিএলের কথা মাথায় রেখে সাব্বিরকে কম শাস্তি দেয়া হয়েছে। তবে ভবিষ্যতে দ্বিতীয়বার এ ধরনের ঘটনা ঘটলে আজীবন নিষিদ্ধ হতে পারেন তিনি। আমাদের বোর্ড প্রেসিডেন্ট এ ব্যাপারে খুবই কঠোর।