Sat. Sep 20th, 2025
Advertisements

7kখোলা বাজার২৪, সোমবার, ০৫ ডিসেম্বর ২০১৬: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার তখবাজখানি মাঠে অনুষ্ঠিত ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার সংঘর্ষে শতাধিক লোকজন আহত হয়েছে। এ সময় ভাংচুর ও আগুন দেয়া হয়েছে অনেক বাড়ী ঘরে। আড়াই ঘন্টাব্যাপি সংঘর্ষ চলাকালে পুলিশ শতাধিক রাউন্ড টিয়ার শেল ও বুলেট নিক্ষেপ করেও পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে হিমশিম খেলে স্থানীয় আলেম-ওলামারা আল্লাহ আকবার ধ্বনি দিয়ে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। রবিবার বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত চলে এই সংঘর্ষ।

স্থানীয় সূত্রে জাা যায়, বানিয়াচং উপজেলার ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খানের উদ্যোগে ৪০ উর্ধ বয়সীদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করে তখবাজখানী মহল্লা ও মিনাট মহল্লা। খেলার এক পর্যায়ে বল গোল পোস্টে প্রবেশ করলেও রেফারী তা দেখতে না পারায় আউট বলে বাশি বাজান। এতে করে মিনাট মহল্লার খেলোয়াড়রা গোলের দাবীতে প্রতিবাদ জানায়। এক পর্যায়ে উভয় দলের খেলোয়াড় ও সমর্থকার সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে তা ভয়াবহ আকার ধারন করে। এক পক্ষ অপর পক্ষের বাড়ী ঘরে হামলা করে ভাংচুর ও আগুন লাগিয়ে দেয়। সংঘর্ষের খবর পেয়ে বানিয়াচং থানার ওসি অমূল্য কুমার চৌধুরীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শতাধিক রাউন্ড টিয়ারশেল ও বুলেট নিক্ষেপ করে। পরে আলেমরা এসে পুলিশকে সহায়তা করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সংঘর্ষে আহতদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়। গুরুতর আহত অবস্থায় তিনজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বানিয়াচং থানার ওসি অমূল্য কুমার চৌধুরী জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। তিনি এ রিপোর্ট লেখা পর্যন্ত হিসাব শেষ না হওয়ায় কত রাউন্ড টিয়ার শেল ও বুলেট নিক্ষেপ হয়েছে তার পরিমাণ জানাতে পারেননি।