Thu. Sep 18th, 2025
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ০৫ ডিসেম্বর ২০১৬: 60মুন্সীগঞ্জ :মুন্সীগঞ্জ পৌরসভা পরিদর্শণ করেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল উদ্দীন। সোমবার (৫ডিসেম্বর) বিকালে মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সভাপতিত্বে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা, উপ বিভাগীয় উপ পরিচালক স্থানীয় সরকার মুন্সীগঞ্জ আবু সালেহ মোঃ মহিউদ্দিন খা,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মোঃ হারুন অর রশিদ, এ ডিসি রেভিনিউ মোঃ ফজলে আজিম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শওকত আলী মজুমদার, মুন্সীগঞ্জ সদর সার্কেল এ এসপি কায়সার রেজভী কোরাইশী, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী খন্দকার আক্তার হায়দার, সচিব একে এম বজলুর রশিদ, একাউন্টস অফিসার কামরুল আলম, পৌরসভার সকল কাউন্সিলরসহ সকল কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথী ঢাকা বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন ও জেলা প্রশাসক সায়লা ফারজানাকে ফুল দিয়ে বরণ করেন মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব এবং ক্রেষ্ট প্রদান করেন। পরিদর্শন কালে পৌর মেয়রের সকল কার্যক্রমের প্রতি প্রসংশা করেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল উদ্দিন।