খোলা বাজার২৪, সোমবার, ০৫ ডিসেম্বর ২০১৬: কুলাউড়া উপজেলা ছাত্রদলের সকল সাংগঠনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। ৪ ডিসেম্বর সোমবার জেলা ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া হয়।
মৌলভীবাজার জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন (উজ্জল) ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী মারুফ (০৪ ডিসেম্বর) স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র কুলাউড়া উপজেলা ছাত্রদলের সকল কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হলো।