Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ০৫ ডিসেম্বর ২০১৬: 76 শেরপুরে ৬ দিনব্যাপী শেরপুর জেলা রোভার মুট- ২০১৬ এর সমাপনী অনুষ্ঠান রাতে শহীদ দারোগ আলী পৌর পার্কে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডা. এ. এম পারভেজ রহিম। এতে বক্তব্য দেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ. কে. এম রিয়াজুল হাসান, উপজেলা চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন, মুট চীফ মো. আবুল হোসেন, ডেপুটি মুট চিফ মো. খলিলুর রহমান, মুট সচিব এ. এস. এম. রুহুল হায়দার শামীম।
সমাপনী তাবু জলসায় অংশগ্রহণকারী বিভিন্ন দল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। রোভার মুটে ১৬টি কলেজের ১৮টি দল অংশগ্রহণ করে।