Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০১৬:13
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বি আইসিসি)এক্সপো মেকারের আয়োজনে ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ল্যাপটপ মেলা ২০১৬’। দেশে এটি ১৮তম ল্যাপটপ মেলা।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। এবার ১টি মেগা প্যাভিলিয়ন, ৬টি প্যাভিলিয়ন, ৬টি মিনি প্যাভিলিয়ন ও ৪৪ স্টলে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ প্রযুক্তির পণ্য প্রদর্শন ও বিক্রি করবে।
এবারের মেলায় এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভো, ওয়ালটন, লাভা, লিনাক্স, টুইনমস, ডিলাক্স, এক্সট্রিম, লজিটেক, ডি-লিংক, অ্যাভিরা, ইসেট অ্যান্টিভাইরাস, রাপু, এ-ডাটাসহ বিভিন্ন ব্র্যান্ডের পণ্য পাওয়া যাবে।
এই প্রদর্শনী থেকে ক্রেতারা ট্যাবলেট কম্প্টিউটার, ইন্টারনেট সিকিউরিটি পণ্য ও ল্যাপটপের আনুষঙ্গিক গ্যাজেটস কিনতে পারবেন। বিশেষ ছাড়, উপহারের পাশাপাশি মেলায় বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপের মোড়ক উন্মোচনও করা হবে।
এবারের মেলার প্রধান পৃষ্ঠপোষক টেকশহর ডটকম। সহ-পৃষ্ঠপোষক এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভো ও ওয়ালটন। এছাড়া স্মার্টফোন পার্টনার হিসেবে লাভা, টিকিট বুথ পার্টনার হিসেবে অ্যাভিরা সিকিউরিটি এবং পার্টনার হিসেবে রয়েছে পিপলস রেডিও ও এডুমেকার।