Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ৭ ডিসেম্বর ২০১৬: 37চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন ভাড়ায় বাসায় গলায় ফাঁস লাগানোবস্থায় রহস্যজনক নিহত কেন্দ্রিয় ছাত্রলীগের সহ সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর লাশ কবর থেকে তুলে পুনঃময়নাদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।আজ মঙ্গলবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলু কুমার দে এই আদেশ দেন।
পুলিশ এবং ময়নাতদন্তের রির্পোট প্রত্যাখ্যান করে তার পরিবার। পরে দিয়াজের বোন বাদি হয়ে আদালতে হত্যা মামলা দায়ের করেন।পরিবারের পুনঃময়নাতদন্তের আবেদনের প্রেক্ষিতে আমরা আদালতে লাশ তোলার আবেদন করেছিলাম। আদালত সে আবেদন মঞ্জুর করে পুনঃময়নাদন্তের নির্দেশ দিয়েছেন।

দিয়াজের মৃত্যু সংক্রান্ত মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির চট্টগ্রাম জোনের এএসপি অহিদুর রহমান জানান, দিয়াজের মৃত্যু সংক্রান্ত মামলাটি এখন সিআইডি তদন্ত করছে। আদালতের অনুমোদন পাওয়ায় আমরা দুই এক দিনের মধ্যেই লাশ কবর থেকে উত্তোলন করবো।

উল্লেখ্য ২০ নভেম্বর রবিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নং গেইট এলাকায় ভাড়াবাসা থেকে পুলিশ ঝুলন্তবস্থায় দিয়াজের লাশ উদ্ধার করে। পরিবার এবং চবি ছাত্রলীগের একাংশ এটিকে পরিকল্পিত হত্যা দাবী করলেও পুলিশ ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর দাবী করে দিয়াজ আত্মহত্যা করেছেন।

মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবির) সহকারী প্রক্টর আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুকে প্রধান আসামী করা হয়েছে। মামলা তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দিয়েছেন আদালত।