খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০১৬: নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধিসংক্রান্ত বিধিমালা প্রণয়ন না করায় আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে তলব করেছেন হাইকোর্ট।
বিধিমালা প্রণয়ন করতে গত ২৪ নভেম্বর ও ১ ডিসেম্বর দুই দফা সময় দিয়েছিলেন আপিল বিভাগ।
তবে এরপরও তা না হওয়ায় আগামী ১২ ডিসেম্বর দুই সচিবকে হাইকোর্টে তলব করা হয়েছে। বিধিমালার খসড়াসহ বা কেন তা তৈরি হয়নি ওইদিন আদালতে হাজির হয়ে তা ব্যাখ্যা করতে হবে দুই সচিবকে।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন আট সদেস্যর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন।
১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেয়া হয়। ওই রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।
গত ৭ নভেম্বর আপিল বিভাগ নির্দেশ দিয়েছিলেন, ২৪ নভেম্বরের মধ্যে বিধিমালা গেজেট আকারে প্রণয়ন করতে হবে।