Fri. Sep 19th, 2025
Advertisements

8kখোলা বাজার২৪, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০১৬: জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শুক্রবার সকালে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মাহমুদা সালাম মহিলা অনার্স কলেজ রোডে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলীর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মানববন্ধন করা হয়। পরে কলেজের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বাহাদুর আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান বেগম জহুরা লতিফ, মাহমুদা সালাম মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ ইমদাদুল হক, শিক্ষা বিষয়ক গবেষক সরকার আবুল হোসেন, সাংস্কৃতিক নেত্রী শাহিদা পারভীন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আন্নু মিঞা, সালেমা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ওয়াজেদা পারভীন প্রমুখ। এতে সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনি-পেশার নারী-পুরুষ অংশগ্রহন করেন।