খোলা বাজার২৪, শনিবার, ১০ ডিসেম্বর ২০১৬: বিশ্বমানের আধুনিক উচ্চশিক্ষা এবং গবেষণার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে নেই মহীয়সী বেগম রোকেয়া। এতে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন রোকেয়ার কর্ম, আদর্শ ও চেতনার আলো থেকে।
এ অবস্থায়, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগেই বেগম রোকেয়ার বিষয়ে পাঠদান বাধ্যতামূলক করার দাবি শিক্ষক ও শিক্ষার্থীদের। অবশ্য উপাচার্য জানান, অচিরেই এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এলেই চোখে পড়ে নামটির প্রতি অবহেলার করুণ চিত্র। বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগের মধ্যে শুধুমাত্র বাংলা ছাড়া আর কোন বিভাগেই রোকেয়াকে নিয়ে কোন বিষয়ে পাঠদান করা হয় না।
শিক্ষকরা বলছেন, প্রতিটি বিভাগে রোকেয়াকে নিয়ে পাঠদান বিষয়টি বাধ্যতামূলক করার ব্যাপারে সিন্ডিকেটের সভায় অনুমোদন থাকলেও তা মানা হচ্ছে না।
ম্যানেজমেন্ট স্টাডিজের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো: মাসুদ রানা বলেন, ‘যদি রোকেয়া সম্পর্কিত একটা করে কোর্স পড়ানো হয় তাহলে আমাদের এই মহীয়সী নারী সম্পর্কে শিক্ষার্থীরা জানতে পারবে।’
শিক্ষার্থীরাও বলছে, রোকেয়া নামের বিশ্ববিদ্যালয়ে তারা লেখাপড়া করলেও রোকেয়া সম্পর্কে পুঁথিগত বিদ্যা ছাড়া কিছুই জানে না তারা।
আর উপাচার্য প্রফেসর ড. নূর-উন-নবী সিন্ডিকেটের সভায় বাধ্যতামূলক করার অনুমোদন রয়েছে এমন তথ্য জানেননা উল্লেখ করে বিষয়টি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।
তিনি বলেন, ‘আমি আসার প কোন সিন্ডিকেট মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি। আমরা এ বিষয়ে আলাপ করবো। অ্যাকাডেমি কাউন্সিলে সকল বিষয়ের সভাপতিরা থাকেন, ডিনরা থাকেন তাদের সঙ্গে আলাপ করবো যে এই রোকেয়া স্টাডিজটা কি কোন ক্রেডিট কোর্স হবে না অডিট কোর্স হবে।
২০০৮ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের ২১টি বিভাগে সাড়ে ৮হাজার শিক্ষার্থী রয়েছে।
সূত্র: সময়টিভি